বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও
শফিকুল ইসলাম, বাবুগঞ্জ //
কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন বরিশাল বাবুগঞ্জ উপজেলার গরিব-অসহায় শীতার্ত মানুষ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের ছিন্নমূল মানুষেরা।
গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা।
বৃহস্পতিবার গভীর রাতে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে সরকারি বরাদ্দকৃত শীতের কম্বল বিতরণ করেন (ইউএনও) আসমাউল হুসনা।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা বলেন, উপজেলার বিভিন্ন পয়েন্টে দুস্থ ও অসহায় মানুষের খুঁজে খুঁজে কম্বল পৌঁছে দিচ্ছি। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।
তিনি আরো বলেন
কথা দেয়া যতটা সহজ, রাখাটা ঠিক ততটাই কঠিন। বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়ন এর সায়েরা বেগম কমলাকে কম্বল তাদের বাড়ি পৌছে দিবো বলে কথা দিয়েছিলাম। কথা রাখতে গিয়ে সারাদিনের কর্মব্যস্ততা শেষে তাদের বাড়ি খুঁজে বের করলাম। তাদের খুঁজে বের করতে বেশ বেগ পেতে হলেও, তাদের হাসিতে সব ক্লান্তি নিমিষেই গায়েব হয়ে গেলো, আলহামদুলিল্লাহ।
আমার কাছে কর্মব্যস্ত ও সুস্থভাবে কাটানো দিনই উত্তম দিন। সেই হিসেবে বছরের প্রথম দিন ভালো গিয়েছে, আলহামদুলিল্লাহ।
২০২৬ সালটা সকলের সুস্থ ও মানসিক শান্তিতে কাটুক।