সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযান, আটক ৩ বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট
গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযান, আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযান, আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযান, আটক ৩
বরিশাল প্রতিনিধি:
গোপন তথ্যের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্প। অভিযানে এক মাদক ব্যবসায়ী, তার স্ত্রী ও এক মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ৬২ ইবি ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হক–এর নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকসি চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে এক মাদক ব্যবসায়ীর পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হাওলাদার কালা (৩২), তার স্ত্রী মোছাঃ রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী মোঃ হোসেন ঢালী (৩৩)–কে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা, দুইটি দা, দুইটি চা পাতি, তিনটি চাকু/ছুরি, একটি হ্যামার, একটি সিজার, একটি প্লাস, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হাওলাদার কালা বকসি চর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে। অপর আটক মাদক সেবনকারী মোঃ হোসেন ঢালী হাতিয়া এলাকার বাসিন্দা।
পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD