মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি//
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান।
প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (বরিশাল অঞ্চল) মোঃ ফরিদুল ইসলাম, বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ রোকুনুজ্জামান।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার, বরিশাল জনাব মোঃ খায়রুল আলম সুমন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার
আসমা উল হুসনা,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।
অতিথি দের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসমা উল হুসনা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণভোট–২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ সময় নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান ও দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।