শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্ষমতায় এলে ৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের পক্ষে লিফলেট বিতরণ গায়ের ওপর চাবুক মারা যায়, কিন্তু মনের ওপর নয়:জামায়াত আমির ‘হ্যাঁ’র পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান বানারীপাড়ায় শতাধিক নেতা-কর্মী নিয়ে মাহাবুব মাষ্টারের জামায়াতে যোগদান তারেক রহমানের বরিশাল সফরের সময়সূচি নির্বাচন: ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি,তারেক রহমান বরিশালে তিন শিক্ষকসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা বরিশাল ৫ আসনে হাতপাখার পক্ষে ঝড় তুলেছেন নারী কর্মীরা
তারেক রহমানের বরিশাল সফরের সময়সূচি

তারেক রহমানের বরিশাল সফরের সময়সূচি

তারেক রহমানের বরিশাল সফরের সময়সূচি

অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

তিনি বলেন, ‘৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তৃতা দেবেন দলীয় চেয়ারম্যান।’

শিরিন জানান, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোন পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। ৪ ফেব্রুয়ারির সফরসূচিই চূড়ান্ত। তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন এটিও জানা গেছে। যদিও তিনি আকাশপথে আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ ছাড়া, বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী এবং বিভাগীয় ও মহানগরসহ আট জেলার নেতাদের সফরের বিষয়ে প্রস্তুত থাকতে নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে, ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। পরবর্তীতে সেই তারিখও বাতিল করা হয়, তবে নতুন দিন ঘোষণা করা হয়নি। এবার অবশেষে তারিখটি স্থির হলো।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। প্রায় দুই দশক পর এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন—যা নিয়ে স্থানীয় বিএনপি মহলে নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD