শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্ষমতায় এলে ৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের পক্ষে লিফলেট বিতরণ গায়ের ওপর চাবুক মারা যায়, কিন্তু মনের ওপর নয়:জামায়াত আমির ‘হ্যাঁ’র পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান বানারীপাড়ায় শতাধিক নেতা-কর্মী নিয়ে মাহাবুব মাষ্টারের জামায়াতে যোগদান তারেক রহমানের বরিশাল সফরের সময়সূচি নির্বাচন: ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি,তারেক রহমান বরিশালে তিন শিক্ষকসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা বরিশাল ৫ আসনে হাতপাখার পক্ষে ঝড় তুলেছেন নারী কর্মীরা
ক্ষমতায় এলে ৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির

ক্ষমতায় এলে ৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির

ক্ষমতায় এলে ৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির

অনলাইন ডেস্ক ::

ক্ষমতায় এলে আগামী ৫ বছরে দেশের এমপিওভুক্ত ৭৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) জাতীয়করণের আওতায় নিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি এমপিওভুক্ত বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত এমপিও কাঠামো, পূর্ণ বেতন-ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতে গড়ে ওঠা দলটি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে ঘোষিত নির্বাচনি ইশতেহারে এ তথ্য তুলে ধরেছে এনসিপি। তারা মোট ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছে। এর ১৭ ও ১৮ ধারায় শিক্ষা-সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়।

বিস্তারিত ইশতেহারে শিক্ষা নিয়ে বলা হয়েছে, শিক্ষা সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সব ধরনের শিক্ষার মাধ্যম ও পদ্ধতিগুলোর একটি যৌক্তিক সমন্বয় করা হবে। পাঁচ বছরের মধ্যে ৭৫ শতাংশ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে ও মানদণ্ডভিত্তিক জাতীয়করণের আওতায় আনা হবে।

অগ্রাধিকারভিত্তিতে প্রত্যন্ত ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে এবং বাকিগুলোর জন্য উন্নত এমপিও কাঠামো, পূর্ণ বেতন-ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ইশতেহারে শিক্ষকতাকে সম্মানজনক ও আকর্ষণীয় পেশা হিসেবে গড়ে তুলতে নানান ধরনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। ঘোষণা অনুযায়ী, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সম্মান পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পৃথক ও প্রতিযোগিতামূলক বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

বেতন কাঠামো প্রতিবছর মুদ্রাস্ফীতি অনুসারে সমন্বয় করা হবে। এ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বেতন নির্ধারণে একক, স্বচ্ছ ও মেধাভিত্তিক মানদণ্ড প্রবর্তন করা হবে।

এছাড়া প্রতিবছর একটি সমন্বিত পরীক্ষার মাধ্যমে সব সরকারি শিক্ষক নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করে শিক্ষকতাকে একটি সম্মানজনক ও আকর্ষণীয় পেশা হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে দলটি।

অন্যদিকে উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ স্থাপন করতে স্নাতক পর্যায়ে ছয় মাসের পূর্ণকালীন ইন্টার্নশিপ/ থিসিস রিসার্চ বাধ্যতামূলক করা হবে বলেও এনসিপির ইশতেহারে উল্লেখ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD