বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
ঝালকাঠিতে জলবায়ু অথায়ানে সুশাসন বিষয়ক অধিপরামশ সভা!

ঝালকাঠিতে জলবায়ু অথায়ানে সুশাসন বিষয়ক অধিপরামশ সভা!

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ‘জলবায়ু অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনঅংশগ্রহণ’ এ উপলব্ধিকে সামনে রেখে জেলা প্রশাসন, ঝালকাঠি’র আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠি’র সহযোগিতায় ০২ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার সকাল ১০টায় জলবায়ু পরিবর্তন অভিযোজনে সম্পৃক্ত অংশীজনদের অংশগ্রহণে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সুশাসন – কেন, কিভাবে ও করণীয় বিষয়ক অধিপরামর্শ সভা আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিপরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জোহর আলী, জেলা প্রশাসক, ঝালকাঠি। অনুষ্ঠানে “জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ ঃ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা” শীর্ষক উপস্থাপনা করেন টিআইবির এসিস্ট্যান্ট ম্যানেজার- রিসার্চ মো: রাজু আহম্মেদ মাসুম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক’র সভাপতি প্রফেসর মো: লাল মিয়া ও সহসভাপতি ও জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপ-কমিটি আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আতাউর রহমান, ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: আবু হানিফ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো: আলতাফ হোসেন, যুব উন্নয়নের উপপরিচালক মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো: মনিরুল ইসলাম প্রমুখ।আলোচনায় প্যারিস চুক্তির আওতায় জলবায়ু অর্থায়নে উন্নত ও উন্নয়নশীল দেশের জন্য আইনী বাধ্যতামূলক একটি ‘‘স্বচ্ছতা কাঠামো” অবলম্বন করে সংশ্লিষ্ট সকল অংশীজনের শুদ্ধাচার ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান নীতি বিবেচনার দাবী জানানো হয় আলোচনায় বক্তারা ডেঙ্গুর মত বিভিন্ন রোগের অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন বলে উল্লেখ করেন। প্রধান অতিথি জলবায়ু তহবিল বরাদ্দে স্থানীয় ঝুঁকিকে প্রাধান্য দিয়ে তহবিল ব্যবহারে নাগরিক অংশগ্রহণ, তথ্যের উন্মুক্ততা, জবাবদিহিতা ও শুদ্ধাচারের নিশ্চিত করাসহ বাস্তবায়নে নিরপেক্ষ সমন্বিত তদারকির ব্যবস্থার কথা উল্লেখ করেন। তিনি উন্নত দেশগুলোকে আরো মানবিক হয়ে তাদের কারণে সৃষ্ট ক্ষতিগ্রস্ত দেশের জন্য ক্ষতিপুরণ হিসেবে অর্থ প্রদানের আহ্বান জানান। উল্লেখ্য অনুষ্ঠানে ঝালকাঠি জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তগণ উপস্থিত ছিলেন!

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD