বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুগঞ্জ বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা নির্বাচনী প্রচারণায় বাবুগঞ্জে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের আনন্দ র‌্যালি ও মোটর শোভাযাত্রা বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে মধ্যযুগীয় কায়দায় হত্যার চেষ্টা হঠাৎ উত্তপ্ত বরিশাল-৩: মনোনয়ন বিতর্কের মাঝে আইনজীবীকে ‘টাউট-বাটপার’ বলায় ঝড় — দেশজুড়ে প্রতিবাদ বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও ইনপুট সহায়তা বিতরণ মাদারগঞ্জে নদীতে ডুবে ৫ শিশু নিখোঁজ, ৩ জনের লাশ উদ্ধার বাবুগঞ্জ ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে উৎসবমুখর পরিবেশ বাবুগঞ্জ বায়লাখালি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত মাধবপাশা ইউনিয়নে শ্রমিক দলের উদ্দোগে ৩১ দফা লিফলেট বিতরণ ও দলিয় কার্যালয়ে উদ্বোধন গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম
আমতলীতে যুবলীগ নেতাকে হুমকি

আমতলীতে যুবলীগ নেতাকে হুমকি

আমতলীতে যুবলীগ নেতাকে হুমকি
আমতলীতে যুবলীগ নেতাকে হুমকি

আমতলী:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতদরিদ্রদের জন্য দেয়া ঘরের অনিয়মের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করায় এক যুবলীগ নেতাকে ইউপি চেয়ারম্যান কর্তৃক ও তার লোকজন জীবন নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আঠারোগাছিয়া ইউনিয়ন যুবলীগ প্রচার সম্পাদক মো. সোহেল রানা অভিযোগ করে বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্প-২ এ অধীনে দ্বিতীয় ধাপে আমতলী উপজেলায় হতদরিদ্রদের জন্য ৩’শ ৫০টি ঘর বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রকল্পের আঠারোগাছিয়া ইউনিয়নে ২৫ টি ঘর বরাদ্দ দেন ইউএনও মো. আসাদুজ্জামান। ওই ইউনিয়নে ঘর বরাদ্দের তালিকা এখনো দৃশ্যমান নয়। ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ হাওলাদার ও তার দুই সহযোগী মো. আনোয়ার হোসেন মাষ্টার ও মাহতাব প্যাদা এলাকার হতদরিদ্রদের কাছ থেকে ঘর প্রতি ৪০ হাজার টাকা আদায় করছেন। ২৫ টি ঘরের বিপরীতে অর্ধ শতাধিক হতদরিদ্রদের কাছ থেকে টাকা আদায় করেছেন এমন অভিযোগ সোহেল রানার। এ বিষয়ে পশ্চিম সোনাখালী গ্রামের হতদরিদ্র আনোয়ার হাওলাদার গত ২৯ এপ্রিল আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইউএনও মো. আসাদুজ্জামান ইউপি চেয়ারম্যানের সহযোগী মো. আনোয়ার হোসেন মাষ্টার ও মাহতাব প্যাদাকে নোটিশ করেন। কিন্তু নোটিশ প্রাপ্তির ১২ দিনেও ইউএনও কার্যালয়ে অজ্ঞাত কারনে চেয়ারম্যানের সহযোগীরা উপস্থিত হয়নি। এদিকে ইউএনও’র কাছে অভিযোগকারী হতদরিদ্র আনোয়ার হোনের হাওলাদারকে ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ হাওলাদার ও তার লোকজন ধরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর রেখে ইউএনও কার্যালয়ে দেয়া অভিযোগ প্রত্যাহার করিয়েছেন এমন দাবী সোহেল রানার। তিনি আরো অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতদরিদ্রদের দেয়া ঘরের অনিয়মের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ও তার সহযোগী আনোয়ার হোসেন মাষ্টার ও মাহতাব প্যাদা আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে জানান। তিনি আরো জানান, আমি চেয়ারম্যান ও তার সহযোগী আনোয়ার ও মাহতাবের ভয়ে জীবন নিয়ে শঙ্কায় আছি। বর্তমানে হতদরিদ্র আনোয়ার হাওলাদার চেয়ারম্যান ও তার সহযোগী আনোয়ার হোসেন ও মাহতাবের ভয়ে ঘর থেকে বের হতে পারছি না। তদন্ত সাপেক্ষে এ ঘটনার বিচার দাবী করছি। এ বিষয়ে আনোয়ার হোসেন মাষ্টার টাকা আদায়ের কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ হাওলাদার যুবলীগ নেতাকে জীবন নাশের হুমকি ও তার বিরুদ্ধে ঘরের টাকা নেয়ার অভিযোগের কথা অস্বীকার করে বলেন, হতদরিদ্রের ঘর বরাদ্দে জন্য কেউ কোন টাকা আদায় করেনি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, অভিযোগকারীর অভিযোগ পরবর্তীতে লিখিত আবেদন করে প্রত্যাহার করায় এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। তিনি আরো বলেন, ঘর বরাদ্দে টাকা আদায়ের অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD