১৩ মে ২০২১ খ্রিঃ সকাল ১১ঃ৩০ ঘটিকায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানা কর্তৃক “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা। এ সময়ে তিনি ওপেন হাউজ ডে সভায় উপস্থিত হয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ওপেন হাউজ ডে’তে আগত ভুক্তভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের নেতৃত্ব ও নির্দেশনায় প্রতি মাসের ০৪ তারিখ বিএমপি বন্দর থানা, ০৭ তারিখ বিএমপি কাউনিয়া থানা, ১০ তারিখ এয়ারপোর্ট থানা ও ১৩ তারিখ কোতোয়ালি মডেল থানায় সকাল ০৯ঃ৩০ ঘটিকায় নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ে থাকে। আজ যদি ঈদ থাকতো আর পাঁচজন ভুক্তভোগীও এই ওপেন হাউজ ডে’তে আসতেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতাম।
আমি মনে করি, জনগণের সম্পৃক্ততায় জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে এমন শ্রেষ্ঠ সার্ভিসে আমরাই এগিয়ে। বাংলাদেশ পুলিশ চ্যালেঞ্জ নিয়ে সরাসরি গণমুখী কাজ করে, কোন অফিসার যদি সেবা পৌঁছাতে বিড়ম্বণা করে, অসহযোগিতা করে সরাসরি তা এখানে প্রকাশ করতে পারেন আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, অর্থাৎ ভুক্তভোগীদের সেবা নিশ্চিত করতে সচেষ্ট আছি। আপনারা নিয়মিত স্বাস্থবিধি মেনে নিজে আসবেন সাথে অপরকেও নিয়ে আসবেন, প্রতিটি ওপেন হাউজ ডে’তে আরও নতুন নতুন মুখ দেখতে চাই। থানা এলাকায় যেকোন অভিযোগ অনিয়ম সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করবেন, আমরা কিভাবে সেবার মান আরও উন্নত করতে পারি সে বিষয়ে যেকোনো পরামর্শ থাকলে তা জানাতে পারেন। এই করোনা কালে স্বাস্থ্য সুরক্ষায় ঢিলেঢালা নীতি চলবে না, মাস্ক পরিধান বাধ্যতামূলক। মহামারী করোনায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন, অপরকেও সচেতন করবেন। সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজেকে সচেতন রেখে অপরকে সচেতন করতে পারলে অচিরেই আমরা মহামারি করোনা থেকে এ দেশকে মুক্ত করতে পারবো, অর্থনীতি সুরক্ষিত রাখতে পারবো।

এ-সময় উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপ মোঃ রাসেল , সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী, অনুষ্ঠানের সভাপতি অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা মোঃ নুরুল ইসলাম পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ মোজাম্মেল হক সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও কোতয়ালী মডেল থানা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।