বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ডেস্ক :
কিছুদিন আগে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে মন্টিপিলিয়ারকে পরাজিত করে ফাইনালে ওঠে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার জুনিয়র। এর ফলে ফাইনাল ম্যাচে তাকে নিষিদ্ধ করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ফ্রেঞ্চ কাপ তথা কোপা ডি ফ্রান্সের সেমিফাইনালে মন্টিপিলিয়ারের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না নেইমার। ম্যাচের একেবারে শেষ দিকে (৮৬ মিনিট) বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই তারকা। সেই ম্যাচে গোল করতে না পারলেও মাঠে নামার মাত্র ৪ মিনিটের মধ্যেই হলুদ কার্ড দেখেন তিনি। গত ১০ দিনের মাঝে এ নিয়ে তৃতীয়বার হলুদ কার্ড দেখেছেন নেইমার। ফ্রান্সের নিয়ম অনুযায়ী কেউ তিনবার হলুদ কার্ড দেখলে তাকে সময় বিবেচনায় নিয়ে নিষিদ্ধ করতে পারে এফএফএফ। খুব অল্প কিছুদিনের মাঝেই এমন হওয়ায় ব্রাজিলিয়ান তারকাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পিএসজি অবশ্য এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবে। যদি আপিলে সফল হয় তাহলেই কেবল ফাইনাল ম্যাচে খেলতে পারবেন নেইমার। তব সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে এ বিষয়ে নেইমার বলেছেন, আমি মাত্র পাঁচ মিনিট খেললাম। একটি ফাউল করেছি আর তখনই রেফারি কোনোকিছু না ভেবে আমাকে হলুদ কার্ড দেখালেন। আমাকে ফাইনালে নিষিদ্ধ করার জন্য আপনাকে (রেফারি) ধন্যবাদ। আমি মনে করি ব্যক্তিগত কারণেই এমনটি করা হয়েছে।