বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
বরিশাল :
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তবে গানেও তিনি বেশ সমাদৃত। নিয়মিতই তাকে পাওয়া যায় একক ও দ্বৈত গানে। গাওয়ার বাইরেও গানবিষয়ক একটি অনলাইন অনুষ্ঠান করে আসছেন এই নকশা শিল্পী। গত বছর তিনি শুরু করেন ‘বিশ্ব ভরা গান’ নামের অনুষ্ঠান। যা বেশ প্রশংসা পায়। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর শ্রোতা ও অনুরাগীদের অনুরোধে আবারও শুরু হচ্ছে আয়োজনটি। এতে উপস্থিত হচ্ছেন অভিনেত্রী তারিন জাহান। আগামীকাল (৬ জুলাই) রাত ৯টায় এ পর্বটি হবে। বিপ্লব সাহা বললেন, ‘‘করোনা মহামারির এই কালে আমাদের সবারই সময় কাটছে ঘরে বসে। একই রুটিন আর একঘেয়েমিতে বন্দি হয়ে আছে জীবন। সেখানে এক পশলা বিনোদনের ব্যবস্থা করবে ‘বিশ্ব ভরা গান’। আশা করি, সবার কাছেই উপভোগ্য হবে আয়োজনটি।’’ সঞ্চালনার পাশাপাশি অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিকল্পনাতেও আছেন বিপ্লব সাহা। আয়োজনটি বিশ্বরঙ ফ্যান পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।