কামরুল হাসান মুরাদ :
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নবনির্বাচিত ৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। শপথ নেয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে মো. নজরুল ইসলাম, সাতুরিয়ায় সৈয়দ মাইনুল হায়দার নিপু, শুক্তাগড়ে বিউটি সিকদার, বড়ইয়ায় মো. সাহাব উদ্দিন, মঠবাড়িতে মো. শাহজালাল হাওলাদার ও গালুয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গোলাম কিবরিয়া পারভেজ। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সোমবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ৬টি ইউনিয়নে নির্বাচিত হওয়া ইউপি সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন। গত ২১ জুন রাজাপুরের ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।