বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ডেস্ক:
ভোলায় কোস্টগার্ডের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ইলিশ ধরার অপরাধে ভোলার চরফ্যাশনে ১৮ জন জেলেকে আটক করে কোস্টগার্ড। চরমানিকা কন্টিনজেন্ট কমাণ্ডার এম জমির হোসেন (সিপিও) এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৭ জুলাই) সকাল দশটায় মেঘনা নদীর কালকিনি চর এলাকা থেকে ফিশিং বোট এফ ভি মনির ও মাছসহ তাদরেকে আটক করা হয়। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে ১৮ জন জেলে সহ ফিশিং বোট এফ ভি মনিরকে ১৯৯৩ সালের মৎস্য আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ও কিছু ইলিশ নিলামে ডাকের মাধ্যমে ২৫ হাজার টাকা বিক্রি করা হয়েছে। এতে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন কমান্ডার এম জমির হোসেন। উল্লেখ্য, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০ মে থেকে ৬৫ দিন সাগরে ইলিশ সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।