শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
বরিশাল নগরে অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীক প্রতিষ্ঠাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্র’র নেতৃত্বে সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা পৌনে ২ টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আরাফাত মেডিকেল হলের প্রোপাইটর মোঃ ইয়ার হোসেন, খান ড্রাগ হাউজের প্রোপাইটর মোঃ রিয়াজ, শামিম মেডিকেলের প্রোপাইটর মোঃ সুলতান আহম্মেদ,এস রহমান মেডিকেলের প্রোপাইটর মোঃ সাকিব,ঔষধ বিতানের প্রোপাইটর অমর চন্দ্র দাস, জনতা মেডিকেল হলের প্রোপাইটর পংকজ চৌধরী এবং হাওলাদার হোটেলের প্রোপাইটর মোঃ সেলিম মোল্লাকে মোট ৩৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।