শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শামীম আহমেদ :
মুজিববর্ষে ঘর পাওয়া বরিশাল সদর উপজেলার আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি গরু ও দুইটি ছাগল কোরবানি দেওয়া হয়েছে। পরবর্তীতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা কোরবানীর মাংস ভাগ করে নিয়েছেন। এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। ঈদের আগের দিন দুপুরে তিনি (জেলা প্রশাসক) সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শণ করেন। এসময় প্রকল্পের বাসিন্দাদের মাঝে পবিত্র ঈদ-উল আযহার উৎসবকে ছড়িয়ে দিতে একটি গরু ও দুইটি ছাগল উপহার হিসেবে বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ওইসব গবাদি পশু কোরবানি দিয়ে প্রকল্পের বাসিন্দাদের মধ্যে মাংস ভাগ করে নেওয়ার জন্য বলেন। একই সময় জেলা প্রশাসক প্রকল্পের ২০৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, সেমাই ও চিনি বিতরণ করেন। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষে সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করছেন। আমরা প্রধানমন্ত্রীর জন্য কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।