শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়ায় পরকিয়া সম্পর্ক এলাকায় রটানোর অভিযোগে ১জনকে মারধর করে আহত করায় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) রাতে আহত আরিফ মৃধার পিতা শহিদ মৃধা বাদী হয়ে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মধ্য সৈয়দকাঠি গ্রামের মৃত মতলেব হাওলাদারের ছেলে জালাল হাওলাদার (২৫) কে নামীয় ও আরও ৪/৫জনকে অজ্ঞাতনামা করে থানায় লিখিত অভিযোগ করেন। উভয়ের বাড়ি একই এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায় বিবাদীর সহিত তার বড় ভাইয়ের স্ত্রীর সম্পর্ক রয়েছে এমন তথ্য আহত আরিফ মৃধা এলাকায় রটিয়েছে। এ ঘটনা নিয়ে গত ৬ মাস পূর্বে বিবাদী জালাল হাওলাদার ও আরিফের মধ্যে তর্কবিতর্ক হয়। ওই ঘটনার পর থেকে বিবাদী আরিফের ওপরে ক্ষিপ্ত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৭ টার সময় জনৈক মিজানের দোকান থেকে বাড়ি ফেরার সময় মধ্য সৈয়দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে বিবাদী জালাল ও অজ্ঞাতনামারা লোহার রড ও লাঠিসোটা নিয়ে আরিফকে মারপিট করে। এ সময় আরিফের কাছে থাকা ১৫ হাজার ৮০ টাকা, ২৭ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং স্যামসং-জে-৭ মডেলের একটি মোবাইল ছিনিয়ে নেয় উল্লেখিত বিবাদীরা। আরিফ মৃধার ডাকচিৎকারে আশেপাশের লোকজনসহ কতেক সাক্ষিরা এগিয়ে আসলে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হামলা কারিরা স্থান ত্যাগ করে। পরে তাকে আহতবস্থায় উদ্বার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে। এদিকে অভিযুক্ত’র স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মারধরের কথা তারা জানেন না।