শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা বাজারে ২৫ জুলাই রবিবার কাটপট্টির পাশ ঘিষে যাওয়া সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ভেসে আসা বিশাল আকৃতির দুটি মরা মাছ । দেখতে তিমি মাছের মত!! আজ দুপুরে হারতা বাজারের কাঠপট্টির কাঠ ব্যবসায়ি মোঃ কামরুল হাসান সুমন প্রথম মাছ দুিইটি দেখে ছবি তুলে তার ফেইসবুকে পোস্ট করেন। মাছ দেখতে স্থানীয় জনসাধারণ ভীড় জমায় এবং মাছ দুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।