কে এম সোহেব জুয়েল:
মহামারী করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধের ১৪ দিনের লকডাউনে ৪র্থ দিন সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বাবুগঞ্জ উপজেলা অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার বেলা ১১ টায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর বন্দরে অভিযান চালিয়ে লকডাউনের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি না মানায় ৫ টি দোকন মালিক ও দুই জন বস্র ক্রেতা সহ মোট ৭টি মামলায় ৩৬০০০ টাকা জরিমানা করেন, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত এস্কিকিউটিভ ম্যজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। এ সময় আগরপুর বন্দরের সিঙারা পুরির দোকান মালিক সুজন দাসকে-১০০০/,ভাইভাই মিস্টান্ন ভান্ডারের মালিক বিশ্বজিৎ -৮০০০ /রুপালি টেইলার্সের মালিক মোঃ রাশেল -১০০০০/ বস্রক্রেতা নাইম ২০০০/ ,ও লিমন শিকদার -২০০০/ ড্রেস কিং টেইলার্স এর মালিক মোঃ লিটন ৩০০০ ও কলেজ টেইলার্স মালিক রতনকে নগদ ১০০০০/ টাকা জরিমানা করেন ভ্রাম্মমান আদালত। লকডাউন চলাকালীন অবস্থায় সরকারি নিয়ম নিতির তোয়াক্কা না করলে কঠর হস্ত দমনের হুসিয়ারি দেন এই কর্মকর্তা