শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শফিকুল ইসলাম, বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল বাবুগঞ্জ উপজেলা ৬ ইউনিয়ন পরিষদ শুরু হয় ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের করোনা ভাইরাসের গণটিকা দান কর্মসূচি।৭ আগষ্ট শনিবার সকাল ৯ টায় টিকা নিতে প্রতিটি কেন্দ্রেই মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।সরেজমিনে, মাধবপাশা, দেহেরগতি, রহমতপুর, চাঁদপাশা এবং কেদারপুর ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্রে কয়েক শতাধিক নারী-পুরুষ লাইনে দাঁড়িয়েছেন।সবার হাতে ভোটার আইডি কার্ড। যুবক থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই এসেছেন টিকা নিতে। বাবুগঞ্জ ও এয়ারপোর্ট থানা পুলিশ, আনসার, গ্রাম পুলিশ লাইনে দাঁড়ানো মানুষদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নির্দেশনা দিচ্ছেন।বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সুবাস সরকার
বলেন,গ্রামে-গঞ্জে প্রচুর মানুষ টিকা নিতে এসেছে। তিন শ্রেণির জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারা হলেন, ২৫ বছর বা তদুর্ধ্ব জনগোষ্ঠী, অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী।