জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ইউনিয়নের লামচর ঘোষকাঠি (লাশ ঘাটা) নামক স্হানের দিন মজুর কালাম ফকির ৬৫ এর গোবাদি পশু গত ৬ আগষ্ট ২০২১ ইং গভীর রাতে তার নিজস্ব গোয়াল ঘড় থেকে চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। অনেক খোঁজা খুজির পর গতকাল জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরউত্তর গ্রামের গরু ব্যাবসায়ী ছালাম বেপারী লোক মারফত মুলাদির খাসের হাট বাজারে গরু বিক্রি করার উদ্দেশ্যে পাঠালে এমন তর্থের ভিত্তিতে জাহাঙ্গীরনগর ইউনিয়নের ভাঙার মুখ নামক স্হান থেকে গরু উদ্ধার করেন গরুর মালিক কালাম। গরু ব্যবসায়ী ছালামের কাছে এ বিষয় জানতে চাইলে ছালাম জানান গত ৭ আগষ্ট ২০২১ইং চরউত্তরের মৃত লেদু ফকিরের পুত্র মিন্টু ফকিরের কাছ থেকে ৪৩ হাজার টাকায় গরু ক্রয় করেন গরু বেপারী ছালাম। এ বিষয় গরু বিক্রেতা মিন্টুর সাথে মুঠো ফোনে স্বাক্ষাৎ কালে তিনি( মিন্টু)কিছু জানেনা বলে এরিয়ে জান। এ ব্যাপারে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মহিদুল ইসলামের কাছে জানতে চাইলে, তিনি বলেন তার কাছে গরু চুরির কোন তথ্য বা অভিযোগ নাই। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্তা নেওয়া হবে।