বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ

জুটি গড়ায় সাকিব-মুশফিক

ডেস্ক রিপোর্ট :

উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবিলায় নানার পদক্ষেপ নিতে শুরু করেছে ভারতের সরকার। এরই মাঝে দেশে দুই সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ ও যুবরাজ সিংকে আবারও জুটি গড়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডের লর্ডসে কাইফ-যুবরাজের জুটিতেই ঐতিহাসিক এক জয় পেয়েছিল সৌরভ গাঙ্গুলির দল। এর আগে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণের জুটিতে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা এক জয় তুলে নিয়েছিল ভারত।ক্রিকেট ইতিহাসে এমন জুটি গড়ে দলকে উদ্ধারের নজির আছে অনেক। ক্রিকেট মাঠে জুটি গড়তে বাস্তব জীবনে বন্ধুত্ব কিংবা বাস্তব জীবনের বন্ধুত্বের সুবাদে ক্রিকেট মাঠে ভালো জুটির উদাহরণও পাওয়া যায় বেশ কিছু।এই যেমন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা মিলে টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেরই সর্বোচ্চ ৬২৪ রানের জুটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাস্তব জীবনেও এ দুজনের বন্ধুত্ব দারুণ।বাংলাদেশ দলের ক্ষেত্রে এই জুটি গড়ে দলকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অন্য সবার চেয়ে এগিয়ে মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান জুটি। আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের শুরুটা ঠিক কাছাকাছি সময়ে। তারপর থেকে এখনও পর্যন্ত অসংখ্যবার টাইগারদের উদ্ধারকর্তা হিসেবে হাজির হয়েছে সাকিব-মুশফিক জুটি।যার প্রমাণ মেলে পরিসংখ্যানে। দেশের ইতিহাসের সর্বোচ্চ রানের জুটিটি তাদেরই দখলে। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরের ওয়েলিংটন টেস্টে বিরুদ্ধ কন্ডিশনে সাহসী ব্যাটিংয়ে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন সাকিব ও মুশফিক। সাকিবের ব্যাট থেকে আসে ২১৭ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস, মুশফিক করেন ১৫৯ রান।শুধু এক ইনিংসে সর্বোচ্চ রানের জুটি নয়, সবমিলিয়ে জুটি গড়ে সর্বোচ্চ রান করার তালিকাতেও সবার ওপরে সাকিব-মুশফিক। তিন ফরম্যাট মিলে ১৬৯ ইনিংসে জুটি বেঁধেছেন এ দুই ব্যাটসম্যান। যেখানে ১১টি শতরানের ও ৩৭টি অর্ধশতরানের জুটি গড়ে মোট ৬১১২ রান যোগ করেছেন সাকিব ও মুশফিক।ওয়ানডে ফরম্যাটে ৮৪ ইনিংসে ৬টি শতরানের ও ১৯টি অর্ধশতরানের জুটি গড়ে মোট ৩০৯৪ রান যোগ করেছেন এ দুজন। একদিনের ক্রিকেটে তাদের সর্বোচ্চ রানের জুটিটি ১৪৮ রানের। টেস্ট ক্রিকেটে ৫৮ ইনিংসে ৪টি শতরানের ও ১৬টি অর্ধশতরানের জুটি গড়ে মোট ২৪৫৪ রান করেছেন সাকিব-মুশফিক।এছাড়া টি-টোয়েন্টিতে ১ সেঞ্চুরি ও ২ ফিফটির জুটিতে তাদের সংগ্রহ ৫৬৪ রান। শুধুমাত্র এই ফরম্যাটেই গড়ে সম্মিলিত রানের রেকর্ডের শীর্ষে নেই সাকিব ও মুশফিক। বাংলাদেশের পক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে জুটি গড়ে সর্বোচ্চ ৫৯৩ রান যোগ করেছেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জুটি গড়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা শ্রীলঙ্কার দুই কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার দখলেই। তিন ফরম্যাট মিলে ২৯৩ ইনিংসে জুটি বেঁধে ৩৬টি সেঞ্চুরি ও ৬২টি হাফসেঞ্চুরির সাহায্যে ১৩৩৬৮ রান করেছেন সাঙ্গা-জয়া। ক্রিকেট ইতিহাসে আর কোনো জুটির ১৩ হাজার রান করার রেকর্ড নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD