শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নিজস্ব বার্তা পরিবেশক:
দীর্ঘদিন পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারী নির্দেশনা পালন পূর্বক চলবে শিক্ষা কার্যক্রমও । সে লক্ষে সারাদেশের ন্যায় বরিশালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নির্দেশনা পালনে নেয়া হয়েছে শতভাগ উদ্যেগ। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে নানান পদক্ষেপ গ্রহন করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ মধ্য রুপাতলী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায়ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সুরক্ষায় নানান পদক্ষেপ যেন নজর কেড়েছে শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে। জানা যায়, শিক্ষার্থীদের শ্রেনিকক্ষে প্রবেশের পূর্বে করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজড, শ্রেনিকক্ষে পাঠদানের লক্ষে বজায় রাখা হয়েছে শারীরিক দুরত্ব, করোনাভাইরাস থেকে সুরক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক আলোচনা সভাসহ স্বাস্থ্যসুরক্ষাবিধি পরিপালনে নানান কর্মসূচি পালনপূর্বক করা হয়েছে পাঠদান কার্যক্রম। এতে সন্তস্ট হয়েছেন অভিভাবকরাও। শিক্ষার্থীদের মাঝেও লক্ষ্য করা গেছে প্রানচাঞ্চলতা।শিক্ষার্থীরা জানায় দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকার পর আজকে আমরা সবাই একত্রে আগেরমত মাদ্রাসায় আসতে পেরেছি। আমরা আনন্দিত। এভাবেই স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে আমরা নিয়মিত ক্লাসে অংশগ্রহন করতে চাই। এ বিষয়ে ইবতেদায়ী প্রধান মোঃ রিয়াজ হাওলাদার জানান, সরকারী নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে শতভাগ কার্যক্রম বাস্তবায়ন করেছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ খোলার প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য এবং উচ্ছাস পরিলক্ষিত হয়েছে। বিগত দিনে পড়াশোনার ক্ষতি পুষিয়ে দিতে শিক্ষার্থীদের প্রতি আমাদের বাড়তি নজর থাকবে।