গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাল ১৫ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩:৩০ মিনিটে আশ্বিনীকুমার হল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হবে। দুর্নীতি, লুটপাট ও ফ্যাসিবাদের দুষ্টচক্র উচ্ছেদের লক্ষ্যে জবাবদিহিতা পূর্ণ জনগনের গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠায় সংগঠিত হওয়া, ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের লক্ষ্য বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা এ সমাবেশ আয়োজন করবে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, কেন্দ্রীয় কমিটির সদস্য আমজাদ হোসেন,বরিশাল জেলা কমিটির সদস্য আরিফুর রহমান মিরাজ সহ জেলার অন্য নেতৃবৃন্দ।