বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধি :
নাটোরের তাবলীগ জামাত দল বরগুনায় এসে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে। অসুস্থদের কে দেয়া হচ্ছে চিকিৎসা। এ ব্যাপারে ৩জনকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। গতকাল সকালে বরগুনা জেলার বামনা উপজেলার ইউনিয়নের লঞ্চঘাট সিকদার বাড়ি জামে মসজিদে ঢাকা কাকরাইল থেকে তাবলীগ জামাতের নাটোর জেলার ১৩ জনের একটি জামায়াত মসজিদে অবস্থান নেন। স্হানীয়রা জানান ফজর নামাজ পড়তে এসে দেখে মসজিদে তাবলীগ যামাতের ২/১ জন ছারা সবাইা অচেতন অবস্থায় শুয়ে রয়েছে। ,আজান শুনার পরও অনেকেই উঠতে পারছিল না, কেউ টলছিল, কেউ অচেতন অবস্থায় শুয়েছিল, হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। এক অদ্ভুত দৃশ্য দেখতে পায় স্থানীয়রা মুছুল্লীরা মসজিদের ভিতরে । মুসুল্লিরা ফজরের নামাজ আদায়ের পরে তাবলীগ জামাতের লোকদের সাথে কথা বলার চেষ্টা করলে তার কেউ কিছুই সঠিকভাবে কথা বলতে পারছেনা সবাই অসচেতন অবস্থায় শুয়ে আছে। স্হানীয়রা জামাতের লোকদের চিকিৎসার জন্য ডাক্তার ডেকে আনলে ডাক্তার বলেন রান্না করা খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে খাওয়ানো হয়েছে। তাবলীগ জামায়াতের সদস্যরা এশার নামাজ পড়ে আমলের পড়ে রাতের খাবার খাওয়ার পরই ঘুমিয়ে পড়লে তারা অচেতন হয়ে পড়ে। এদের অচেতন অবস্থায় মলম পার্টি নগদ টাকা পয়সা ও মোবাইল হাতিয়ে নিয়ে চলে যায়।