বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ঝালকাঠি জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে উজ্জীবিত নেতা কর্মীরা
মোঃ মাসুম খান, ঝালকাঠিঃ
ঝালকাঠি আওয়ামী যুবলীগের দীর্ঘ ৪৯ বছর পরে জেলা কমিটি ঘোষনা হবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। তাই কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভাকে কেন্দ্র করে উজ্জীবিত নেতাকর্মীরা। ফলে নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা যুলীগের আগামীর পথ চলা শুরু হতে যাচ্ছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আজ ২৪ সেপ্টেম্বর বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হবে। দলীয় স‚ত্র জানায়, স্বাধীনতার পর আহŸায়ক কমিটি দিয়েই পরিচালিত হয়ে আসছে জেলা যুবলীগ। দলীয় সুত্রে জানাগেছে, ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠা হবার পরে আলমগীর হোসেনকে আহবায়ক ও জাহাঙ্গীর খলিফাকে যুগ্ম আহŸায়ক করা হয়। ১৯৭৫ সালের পর ঝালকাঠি জেলা যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়। দীর্ঘদিন কমিটি বিহীন থাকার পর ১৯৯৪ সালে এম আলম খানকে আহŸায়ক এবং খসরু নোমান ও লিয়াকত আলী খানকে যুগ্ম আহŸায়ক করা হয়। ১৯৯৭ সালে এম আলম খান ম‚ল দলে চলে গেলে খসরু নোমানকে আহŸায়ক এবং জাকির হোসেন ও লিয়াকত আলী খানকে যুগ্ম আহŸায়ক করা হয়। এরপর ১৪ বছরেও সম্মেলন না হওয়ায় প‚র্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। পরবর্তিতে ২০১২ সালের ১৭ জুন বর্তমান আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর ৯ বছরেও নেতা কর্মীদের নিয়ে প‚র্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। সে সময় লিয়াকত আলী খানকে আহŸায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জাকির ও বর্তমান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিলকে যুগ্ম আহŸায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। আহবায়ক লিয়াকত আলী খান ও হাবিবুর রহমান হাবিল ম‚ল দলে চলে যাওয়ায় ২০১৯ সালে আহবায়ক কমিটি কিছুটা সংশোধন করে কেন্দ্র। এতে ৭১ সদসস্যের কমিটির অন্যদের বহাল রেখে রেজাউল করিম জাকিরকে আহবায়ক ও কাউন্সিলর কামাল শরীফকে যুগ্ন আহবায়ক করা হয়। অতীতে যে কোন সময়ের চেয়ে বর্তমানে ঝালকাঠি জেলা যুবলীগ অত্যান্ত সু-সংগঠিত। দলের মধ্যে নেই গ্রæপিং। কেন্দ্র ঘোষিত সকল কর্মস‚চী পালিত হচ্ছে স্বতঃস্ফর্ত ভাবে। পাশাপাশি জেলা আওয়ামী লীগসহ অন্য সহযোগি সংগঠনের কর্মস‚চীতেও যুবলীগের স্বক্রিয় অংশগ্রহন দেখা যায়। বর্তমানে ঝালকাঠি জেলা, সদর উপজেলা ও শহর যুবলীগের শীর্ষ পদ পেতে প্রায় ডজন খানেক নেতা দৌঁড় ঝাপ করছেন। প্রত্যাশীদের মধ্যে জেলা যুবলীগের সভাপতি পদে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির এবং সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগনেতা, পৌর কাউন্সিলর কামাল শরীফের কোন প্রতিদ্ব›দ্বী নেই। তাঁরা দুজনেই আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুর আস্থা ভাজন ব্যক্তিত্ব। অপরদিকে উপজেলা যুবলীগের সভাপতি পদে সাবেক ছাত্রলীগনেতা, বর্তমান পৌর যুবলীগের যুগ্ম আহŸায়ক, মো. ছবির হোসেন এগিয়ে আছেন। তিনি ইতি মধ্যেই অনেক মানবিক কাজ করে নেতা কর্মীসহ সর্বস্থরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন। অপর পদ প্রত্যাশিরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আসগর আকাশ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স। এছারাও অনেকেই যুবলীগের পদ প্রত্যাশী রয়েছেন। এদের মধ্যে অধিকাংশই ছাত্রলীগের সাবেক নেতা। পদ প্রত্যাশীরা সকলেই রাজনীতির মাঠে সরব রয়েছেন। এরা সকলেই বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির অনুসারী। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ বর্ধিত সভায় প্রধান অতিথি থাকার কথা রয়েছে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্ব প্রাপ্ত) কাজী মাজাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, কেন্দ্রীয় কার্যকারি সদস্য সাইদুর রহমান জুয়েল ও তানিন তালুকদার। এব্যাপারে সাবেক ছাত্রলীগনেতা, শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. ছবির হোসেন বলেন, অনেক দিন পরে হলেও আমাদের এখানে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করছি এই সভার পরেই জেলা কমিটি ও বিভিন্ন ইউনিটের কমিটি করা হবে। নতুন নেতৃত্বে চাঙ্গা হয়ে উঠবে মানবিক যুবলীগ। যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর কামাল শরীফ বলেন, বর্ধিত সভাকে কেন্দ্র করে ঝালকাঠি জেলার অধিনে যুবলীগের সব কয়টি ইউনিটের নেতা-কর্মীদেরকে নিয়ে সভা করা হয়েছে। এসব সভায় নেতাকর্মীদের সাড়া পেয়েছি। আশা করছি বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতিতে বর্ধিত সভা সফল হবে।এব্যাপারে ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির বলেন, দীর্ঘ দিন পরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঝালকাঠিতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের অভিভাবক জননেতা আমির হোসেন আমু এমপি মহোদয় ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল চেয়ারম্যান। আমরা তাঁর নেতৃত্বে রাজনীতি করি। আমির হোসেন আমু এমপি মহোদয়সহ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাই আমাদের যে নেতৃত্ব উপহার দিবেন আমরা তাই মেনে নিব।#