শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া পৌরসভায় বিল্ডিং কোড আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন। শনিবার (২অক্টোবর) এএসআই ওয়াদুদ ইসলামকে ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধীয় সম্পত্তির ভবন নির্মাণ কাজ স্থগীত রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মামলার বিবাদীদের নোটিশ প্রদান করেন।১৮ আগস্ট পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. শাহ আলম সিকদার বাদী হয়ে একই ওয়ার্ডের শিক্ষক নৃপেন্দ্র সমদ্দার ও তার স্ত্রী কনা রাণী সমদ্দা কে বিবাদী করে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় এ মামলা দায়ের করেন।
ওই মামলা সূত্রে জানাগেছে, বিবাদীরা এলাকার প্রভাবশালী লোক। তারা কোন প্রকার আইনের তোয়াক্কা না করে বিবাদীর তফসিল বর্ণিত সম্পত্তির সীমানায় পৌরসভার বিল্ডিং কোড আইন না মেনে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রেখেছেন। এ সময় তাদেরকে অনেকবার নিষেধ-অনুরোধ করলে তারা সে বিষয়ে কোন প্রকার কর্ণপাত না করে এক প্রকার গায়ের জোরে বাদীর সীমানা লাঘোয়া ভূমিতে উক্ত নির্মাণ কাজ চালিয়ে যান। বাদী শান্ত প্রকৃতির হওয়ায় কোন প্রকার দাঙ্গা-হাঙ্গামায় না গিয়ে বিবাদীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন। বাদী ওই মামলায় আরও উল্লেখ করেছেন, বিবাদীরা তাকে কয়েকবার হুমকি-ধামকি দিয়েছেন। যা পরবর্তীতে বড় ধরণের সংঘর্ষে রূপ নিতে পারে। বাদী শাহ আলম সিকদার জানান, পৌরসভার বিল্ডং কোড আইন অনুয়ায়ী প্রতিবেশির সীমান্তে কমপক্ষে ৮ফুট দূরত্ব বজায় রেখে ভবন নির্মাণ কাজ করতে হবে। এক্ষেত্রে বিবাদী তার সীমান্তে ১ ফুটেরও কম দূরত্ব রেখে ভবন নির্মাণ করছেন।