শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
বরিশাল ॥ বরিশাল সদর উপজেলার গিলাতলীর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। শনিবার সকালে তিনি এ আশ্রায়ণ প্রকল্পটি পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আশ্রয়নের উপকারভোগীদের সাথে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিভিন্ন পর্যায়ে নির্মিত ঘরগুলো পরিদর্শন করে তিনি সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কর্মপরিকল্পনা গঠণ করেন।