বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বরিশালে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন

বরিশালে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন

বরিশালে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন
বরিশালে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন

শামীম আহমেদ:

বরিশালে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সকালে সূর্যদয়েরর সাথে সাথে পুলিশ লাইনে ২১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুরুর প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্থম্ভে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ও জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পরপরই বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে।

ছবি: শ্রদ্ধা নিবেদন করছেন বিএমপি কমিশনার সহ উর্দ্বতন কর্মকর্তারা –

বেলা বাড়ার সাথে সাথে নগরী বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এবং বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল দশটায় নগরীর শহীদ সোহেল চত্বর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের মুর‌্যালে বিসিসি মেয়রের পক্ষে প্যানেল মেয়র এ্যাড,রফিকুল ইসলাম খোকন সহ অন্যান্য কাউন্সিলররা সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

ছবি: বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিজয় র‌্যালি –

পরে জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও মহানগর আওয়ামী লীগের পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডোকেট একে এম জাহাঙ্গীর নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শেষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিতে অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

বেলা সাড়ে ১১টায় বরিশাল মহানগর বিএনপি, উত্তর ও দক্ষিন জেলা বিএনপি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামানা খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা দক্ষিন বিএনপি সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি: ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বরিশাল জেলা ও মহানগর বিএনপি –

দিবসটি উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শন করা হয়েছে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হয় শারিরিক কুচকাওয়াজ। এতে পুলিশ,ব্যাটালিয়ান, আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ্র গ্রহন করে।

অন্যদিকে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ম কীর্তনখোলা নদীতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়।

এছাড়া বরিশাল জেলার বিভিন্ন স্থানে সরকারী ও বেসরকারী সংস্থার আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD