শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
বরিশাল :
গৌরনদী উপজেলার চরদিয়াশুর গ্রামে অগ্নিকান্ডে দুইটি বসতঘর সম্পূর্নভাবে ভষ্মিভূত হয়েছে। শুক্রবার দুপুরে ওই গ্রামের হানিফ খানের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, দুপুর সোয়া একটার দিকে ওই গ্রামের খান বাড়ির রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাবার আগেই হানিফ খান ও বাবুল খান নামের দুইজনের দুইটি টিনের ঘর ভষ্মিভূত হয়। এতে প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।