বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শামীম আহমেদ :
সদ্য কারামুক্ত বরিশাল দক্ষিন জেলা বিএনপি আহবায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ও বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক নাসির হাওলাদারকে সংবর্থনা দিয়েছে জাতীয়তাবাদী বরিশাল জেলা শ্রমিকদল নেতৃবৃন্দ। আজ বুধবার (২৫ জানুয়ারী) বিকালে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে তাদেরকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়। বরিশাল জেলা ভারপ্রাপ্ত শ্রমিকদল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ফরাজীর সভাপতিত্বে ও বরিষাল জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হওয়া সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড,আবুল কালাম শাহিন। এখানে আরো বক্তব্য রাখেন বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক নাসির হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হাসান জুয়েল (জুয়েল চেয়ারম্যান),সাজ্জাদ মোল্লা,মাসুদ হাওলাদার,মোঃ লিটন,বরিশাল জেলা শ্রমিকদল সহ-সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী,সহ-সভাপতি মাসুম মিয়া যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম তারেক, জাহাঙ্গীর সরদার,মহসিন আহমেদ,শাহজাহান,বরিশাল সদর উপজেলা শ্রমিকদল সাধারন সম্পাদক মোঃ বাবুল হাওলাদার,মহিউদ্দিন আহমেদ,মাসুম,মাঈনুল হোসেন,মোঃ সরোয়ার মোল্লা,আব্দুল খালেক হাওলাদার,আবুল কালাম,মাহবুব আলম,আঃ রাজ্জাক মাস্টার,মোঃ মিরাজ,সবুজ হাওলাদার,মোঃ মতি,মোঃ রফিকুল ইসলাম,মোঃ সেলিম তালুকদার,খোকন খলিফা,এস.এম মনিরুজ্জামান ও আসলাম প্রমুখ। এসময় সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা বিএনপি আহবায়ক আবুল হাসেন খান বলেন, বর্তমান এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে দেশের জনগন নাই। শেখ হাসিনা এখন কতিপয় ছাত্রলীগের পুলিশ সদস্যদের কাধে ভর করে ক্ষমতা দখল করে আছে। তাই সামনের দিনগুলির আন্দোলনে যে জণগণের মহা ঢেউ উঠতে তার মাধ্যমে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত কেহ আমরা ঘড়ে ফিরব না। পরে বরিশাল জেলা শ্রমিকদল নেতৃবৃন্দ আবুল হোসেন খান ও নাসির হাওলাদারকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেয়া হয়।