বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
দ্বিতীয় পজিশন থেকে শীর্ষে উঠে গেল সিলেট

দ্বিতীয় পজিশন থেকে শীর্ষে উঠে গেল সিলেট

দ্বিতীয় পজিশন থেকে শীর্ষে উঠে গেল সিলেট
দ্বিতীয় পজিশন থেকে শীর্ষে উঠে গেল সিলেট

ডেস্ক:

এক ম্যাচ পরই জয়ে ফিরল সিলেট সিক্সার্স। নিজেদের নবম ম্যাচে সিলেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। নবম ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশন থেকে শীর্ষে উঠে গেল সিলেট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় পজিশনে নেমে গেল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে শুভাগত হোমের ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে চট্টগ্রাম। দলের হয়ে ২৯ বলে তিন চার আর তিন ছক্কায় ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত।এছাড়া ৪০ বলে ৫২ রান করে ফেরেন মেহেদি মারুফ। ২৭ বলে ৩৪ রান করেন আফিফ হোসেন। টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব শুরু করেন সিলেটের তারকা ওপেনার নাজমুল হোসেন শান্ত। তাওহিদ হৃদয়ের সঙ্গে ৮.১ ওভারে ৬৩ রানের জুটি গড়েন শান্ত। ১৮ বলে ১৫ রান করে ফেরেন হৃদয়। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ২৮ বলে ফের ৪৭ রানের জুটি গড়েন শান্ত। দলীয় ১১০ রানে দলকে জয়ের পথে একধাপ এগিয়ে দিয়ে আউট হন এই তরুণ ওপেনার। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬০ রান করে ফেরেন শান্ত। শান্ত আউট হওয়ার পর মুশফিকুর রহিমের ২৬ বলের অপরাজিত ৪১ আর রায়ান বুলের ১৬ বলের ৪১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১২ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় সিলেট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD