বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
পিরোজপুরে দর্শনার্থীদের ভীড়ে মুখরিত বানিজ্য মেলা

পিরোজপুরে দর্শনার্থীদের ভীড়ে মুখরিত বানিজ্য মেলা

পিরোজপুরে দর্শনার্থীদের ভীড়ে মুখরিত বানিজ্য মেলা
পিরোজপুরে দর্শনার্থীদের ভীড়ে মুখরিত বানিজ্য মেলা

পিরোজপুর:

পিরোজপুরের ঐতিহ্যবাহী জেলা স্টেডিয়াম আউট ফিল্ড এ গত ১৪ তারিখ জমকালো আয়োজনের মাধ্যমে বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলা শুরুর প্রথম দিকের তুলনায় বর্তমানে দর্শনার্থীদের উপস্থিতি বেশি। মেলার আকর্ষণ ধরে রাখতে মেলা কর্তৃপক্ষ আগত দর্শনার্থীদের জন্য প্রবেশে আকর্ষণীয় উপহার এর ব্যবস্থা করেছে , এতে আগত দর্শনার্থীরা খুশি। প্রতিদিনের রাত ১০ টায় এই ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পাওয়া এক দর্শনার্থী বলেন আমি আমার পরিবার নিয়ে মেলায় এসেছিলাম প্রবেশ মূল্যের সাথে আকর্ষণীয় পুরস্কার থাকায় এবং আমি দ্বিতীয় পুরস্কার অর্জন করেছি যা সত্যি আনন্দের বিষয়। মেলার এই সুন্দর আয়োজন দর্শনার্থীদের প্রলুব্ধ করছে। এছাড়া মেলায় বিভিন্ন খাবারের দোকান, মেয়েদের সাজ সজ্জার দোকান, বাচ্চাদের খেলার দোকান, জামাকাপড়ের দোকান, সিরামিক এর দোকানসহ কমপক্ষে ৫০ টি দোকান রয়েছে। তবে ছুটির দিনে দর্শনার্থ থাকে চোখে পড়ার মতো। বাচ্চাদের খেলার বিভিন্ন রাইড রয়েছে এই মেলায়। মেলায় রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও নিরাপত্তা বজায় রাখতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরকম একটি সুন্দর আয়োজনকে প্রশ্নবিদ্ধ করতে ইতিমধ্যে একটি কুচক্রিমহল উঠে পড়ে লেগেছে। বিভিন্ন গণমাধ্যমের পরিচয় দিয়েও মেলা কর্তৃপক্ষের কাছ থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। জানিয়ে ইতিমধ্যে স্থানীয় ও দর্শনার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মেলা কর্তৃপক্ষের থাকে মনিরুল ইসলাম বলেন, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে মেলা পরিচালনা করছি। প্রশাসনের সকল শর্ত মেনেই মেলার কার্যক্রম চলছে। মেলায় যত দর্শনার্থী প্রবেশ করবে তাদের টিকিট ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার আমরা বিতরণ করছি , আমাদের কার্যক্রমে সবাই খুশি যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের প্রতি আমাদের ভালোবাসা রইলো। মেলা আগামী এক মাস চলবে তাই সুশৃংখল সংস্কৃতি উপভোগ করতে সবাই মেলায় আসুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD