বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বরিশালে কাউন্সিলরের মৃত্যু

বরিশালে কাউন্সিলরের মৃত্যু

বরিশালে কাউন্সিলরের মৃত্যু
বরিশালে কাউন্সিলরের মৃত্যু

বরিশাল :

টানা ছয়বার বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সেলিম হাওলাদার (৫৯)। তবে এবার শপথ গ্রহণের আগেই ব্রেইন স্ট্রোকে মারা গেছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় বুধবার (২৮ জুন) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ব্রেইন স্ট্রোক করলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কাউন্সিলর সেলিমের ভাগনে মুরাদ হোসেন অলিল মামার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আগামী ৩ জুলাই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা ছিল। স্থানীয় বাসিন্দা ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটলে বরিশালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সযোগে রওয়ানা দেন স্বজনরা। পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  কামরুল আরও বলেন, সিটি করপোরেশন প্রতিষ্ঠার আগে ১৯৯১ সালে বরিশাল পৌরসভার কমিশনার ছিলেন তিনি। আর সিটি করপোরেশন হওয়ার পর ২০০৩ সাল থেকে ৮ নম্বর ওয়ার্ডে একাধারে কমিশনার-কাউন্সিলর রয়েছেন তিনি। এ নিয়ে মোট ছয় বার তিনি নির্বাচিত কাউন্সিলর। সেলিম হাওলাদারের প্রতিবেশী আমিনুল ইসলাম শুভ বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও এতটাই জনপ্রিয় যে তার মৃত্যুর খবরে ওয়ার্ডসহ আশপাশের হাজারো মানুষ তার বাড়িতে ভিড় করছেন। সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কারণ ওয়ার্ডের সব মানুষকে সমানভাবে ভালোবাসতেন তিনি। আর এ কারণে তিনি বিগত দিনে যেমন টানা জনপ্রতিনিধি ছিলেন, তেমনি সদ্য সমাপ্ত সিটি নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত হন। যে নির্বাচনের গেজেট প্রকাশিত হয়েছে। আগামী ৩ জুলাই শপথ গ্রহণের কথা ছিল। সেলিম বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মৃত স্বরুপ আলী হাওলাদারের ছেলে। বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকার স্বরুপ আলী ম্যানশনের বাসিন্দা ছিলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD