বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত ইন্ডেক্সধারি শিক্ষকদের বদলি নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি

কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত ইন্ডেক্সধারি শিক্ষকদের বদলি নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি

কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত নিবন্ধন সনদধারি-সনদবিহীন ও এনটিআরসিএর অধীনে সুপারিশ প্রাপ্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার সকল ইন্ডেক্সধারি শিক্ষকের জন্য মহামান্য হাইকোর্টের বদলি রায় হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে বদলি রায় পর্যালোচনা করেই বদলির চূড়ান্ত নীতিমালা প্রকাশ করবে কিন্তু তার আগেই তারা খন্ডিত খসড়া নীতিমালা প্রকাশ করেছে কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত ইন্ডেক্সধারি শিক্ষকদের বাদ দিয়েই যা চরম অমানবিক।
বদলি প্রথা চালুর দাবিতে বদলি প্রত্যাশি এমপিওভুক্ত ইন্ডেক্সধারি শিক্ষক কমিটি – বদলি ৭১ ২০১৬ সাল থেকে আন্দোলন করে আসছে।
কমিটির অধীনে নিয়োগ প্রাপ্ত হবিগঞ্জ, চাঁদপুর ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় শিক্ষকদের বেতন আটকে রাখাসহ নানারকম হয়রানি নিপীড়ন করা হচ্ছে।

কুড়িগ্রাম থেকে সিলেটের হাওরাঞ্চলে কর্মরত একজন শিক্ষকের আর্তনাদ – আমরা অনেকেই নিজ জেলা থেকে ৫০০-৮০০ কিলোমিটার দূরে যোগদান করেছিলাম কমিটির অধীনে কারণ সে সময় এনটিআরসিে কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের মেয়াদ ৩ বছর করা হয়। আর সার্টিফিকেট বাঁচানোর জন্য ইনডেক্স গ্রহণের নিমিত্তে দূর দূরান্তে পরীক্ষার মাধ্যমে বিনাঘুষে নিয়োগ পেয়ে যোগদান করি।সরকার বাহাদুরের নীতি পরিবর্তনের গ্যাড়াকলে আমরা অসহায় লক্ষাধিক বদলি প্রত্যাশি শিক্ষক।
বদলির বিধান না থাকায় কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত সারাদেশের স্কুল,কলেজ ও মাদ্রাসার ৭১ জন শিক্ষক বদলি প্রথা চালুর দাবিতে ২০১৮ সালে মহামান্য হাইকোর্টে একটি রীট নং ২৭৯/২০১৯ দাখিল করি এবং মহামান্য হাইকোর্ট শিক্ষকদের পক্ষেই রায় দেয় ২০১৯ সালে যার কপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অষ্টমবারের মত পাঠানো হয়েছে স্মারকলিপিসহ।
এনটিআরসিএ রায়ের বিরুদ্ধে আপীল করলে আপীল বিভাগ তা খারিজ করে রায় বহাল রাখেন।
হাইকোর্টের রায়ে উল্লেখ আছে পদ খালি থাকা সাপেক্ষে সকল ইন্ডেক্সধারি শিক্ষককে বিভাগীয় প্রার্থী হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দান করবে।কান্না জড়িত
কন্ঠে চট্টগ্রামে কর্মরত খুলনার এক শিক্ষক বলেন, সকল পেশায় আগে সিনিয়রদের বদলির সুযোগ দেওয়া হয় অথচ আমাদের বেলায় সুযোগতো দিলোই না উল্টো বাদ দিয়ে শুধু এনটিআরসিএর অধীনে সুপারিশ প্রাপ্তদের বদলির খসড়া নীতিমালা প্রকাশ করা হয়েছে যা মূলত বৈষম্য করা হলো। আমরা
খন্ডিত নয় সকল ইন্ডেক্সধারি শিক্ষকের সর্বজনীন বদলি চাই।
ধন্যবাদসহ
গৌতম কুমার
সভাপতি
বদলি প্রত্যাশি এমপিওভুক্ত ইন্ডেক্সধারি শিক্ষক কমিটি-বদলি ৭১
০১৬১২০৮৮৬৯৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD