বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
স্থানীয়রা জানান, কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে বন্দোবস্ত নিয়ে চাষ করে আসছিলেন একই গ্রামের সেলিম হোসেন । তবে গত ৬ আগস্ট ওই জমির একটি অংশ নিজের দাবি করে দখলে নেন আমিরুল ইসলাম। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল ।
শুক্রবার সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে আমিরুলের অনুসারীরা। এরই জেরে শনিবার রাত ১টার দিকে সেলিমের সমর্থকরা মিটিং শেষে বাড়ি ফেরার পথে আমিরুলের লোকজন হামলা চালায় । একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে অন্তত ২৫ জন আহত হন ।