শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
যে দেশে পথে-ঘাটে ও প্রান্তরে চাঁদাবাজি চলে, সে দেশ কখনো সভ্য দেশ হতে পারে না মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত কুমিল্লার পাঁচটি নির্বাচনী সমাবেশের প্রথম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চাঁদাবাজদের উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, তোমরা মানুষকে কষ্ট দিয়ে অভিশপ্ত হয়ো না। আমরা তোমাদের মর্যাদার কাজ দিতে চাই।
বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, গায়ের ওপর চাবুক মারা যায়, কিন্তু মনের ওপর নয়।