শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্ষমতায় এলে ৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের পক্ষে লিফলেট বিতরণ গায়ের ওপর চাবুক মারা যায়, কিন্তু মনের ওপর নয়:জামায়াত আমির ‘হ্যাঁ’র পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান বানারীপাড়ায় শতাধিক নেতা-কর্মী নিয়ে মাহাবুব মাষ্টারের জামায়াতে যোগদান তারেক রহমানের বরিশাল সফরের সময়সূচি নির্বাচন: ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি,তারেক রহমান বরিশালে তিন শিক্ষকসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা বরিশাল ৫ আসনে হাতপাখার পক্ষে ঝড় তুলেছেন নারী কর্মীরা
বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের পক্ষে লিফলেট বিতরণ

বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের পক্ষে লিফলেট বিতরণ

বরিশাল::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২৮ জানুয়ারি সন্ধ্যায় বরিশাল মহানগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।
জিয়া স্মৃতি সংসদ, বরিশাল জেলা কমিটির সভাপতি জনাব রিয়াজ হাসান , বরিশাল মহানগরের সভাপতি জনাব মীর তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব এস এম রাসেলের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জিয়া স্মৃতি সংসদ বরিশাল মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সরাসরি ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে দক্ষিণ বাংলার কৃতি সন্তান, গণমানুষের নেতা এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে বিজয়ী করার জন্য বরিশাল মহানগরের সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনের মধ্য দিয়ে বরিশাল-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। একই সঙ্গে তারা জানান, এখন থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD