বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বরগুনায় বয়স্ক ভাতার আবেদন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

বরগুনায় বয়স্ক ভাতার আবেদন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

বরগুনায় বয়স্ক ভাতার আবেদন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’
বরগুনায় বয়স্ক ভাতার আবেদন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

বরগুনাধ:

বরগুনা সদর উপজেলার ৬ নম্বর ইউনিয়নের দক্ষিণ বড়লবনগোলা গ্রামের বৃদ্ধ মো. ইউসুফ (৬৮) বাস্তব জীবিত থাকলেও কাগজে-কলমে মৃত। এজন্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটও দিতে পারেননি এই বৃদ্ধ। পাচ্ছেন না বয়স্ক ভাতা। এমনকি কাগজপত্রে মৃত দেখানোর কারণে করোনার ভ্যাকসিনও নিতে পারছেন না তিনি। এখন নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে বিভিন্ন অফিসে ধরনা দিচ্ছেন ইউসুফ। আগস্ট মাসের শুরুর দিকে বয়স্ক ভাতা পেতে অনলাইনে আবেদন করতে যান ইউসুফ। তবে কোনো ভাবেই অনলাইনে ডাটা এন্ট্রি করা যাচ্ছিল না। তখন তিনি উপজেলা নির্বাচন অফিসে গেলে জানতে পারেন কাগজপত্রে তাকে ‘মৃত’ দেখানো হয়েছে। কিন্তু কীভাবে জীবিত থেকেও মৃত হলেন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাকে জানানো হয়নি। বৃদ্ধ ইউসুফের অভিযোগ, সাবেক ইউপি সদস্য (মেম্বার) ফারুক শিকদারের গাফিলতির কারণে এমনটা হয়েছে। ভুক্তভোগী মো. ইউসুফ বলেন, আমি বেঁচে থাকতেও আমাকে মৃত বানিয়েছেন ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ফারুক শিকদার ও স্কুলশিক্ষক মো. বারী। ভোটার তালিকা করার সময় আমার যাবতীয় কাগজপত্র তাদের কাছে দিয়েছিলাম। তবুও আমার সঙ্গে কেন এ রকম করা হয়েছে বুঝতে পারছি না। এটা উদ্দেশ্যপ্রণোদিত নাকি গাফিলতি তা আমার বুঝে আসছে না। এ বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য এবং ভোটার তালিকা যাচাই কমিটির সদস্য ফারুক শিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তথ্য সংগ্রহকারী সহকারী শিক্ষক আব্দুল বারী নিজের ভুল স্বীকার করে বলেন, আমি শত শত মানুষের তথ্য সংগ্রহ করেছি। এর মধ্যে এই একটা ভুল হয়ে গেছে। অন্যান্য জায়গায়ও এ রকম ভুল হয়েছে। ইউসুফের সঙ্গে যেটা হয়েছে সেটা অনিচ্ছাকৃত ভুল। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। তিনি আরও বলেন, নির্বাচন অফিসে কথা বলছি। বিষটি তারা আমলে নিয়েছেন। দ্রুত এর একটা সমাধান হবে বলে আশা করছি। উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বিষয়টি জানার পর আমি সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং স্কুলশিক্ষকের সঙ্গে কথা বলেছি। তারা তাদের ভুল স্বীকার করে লিখিত বক্তব্য দিয়েছেন। ইউসুফের সমস্যাটি দ্রুতই সমাধান হবে বলে আশা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD