বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
বেতাগী :
বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের তিনটি সেতু নড়বড়ে।জনগুরুত্বপূর্ন সেতু তিনটি ভেঙে পড়ে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করেছেন সংশ্লিষ্ট এলাকা জনসাধারণ। জানা গেছে, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের সড়ক ও জনপদ বিভাগ ২০০০ সালের পরে বিভিন্ন সময় উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া, মাধ্যমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তিনটি সেতু নির্মান করেন। এসব গুরুত্বপূর্ন সেতু দিয়ে ওই ইউনিয়নের প্রতিদিন ৫ হাজারের বেশি মানুষ আসা-যাওয়া করে। বর্তমানে সেতুগলোর মধ্যভাগের কংক্রিটের তৈরি পাটাতন ধসে পড়ে গেছে। পাশের লোহার এঙ্গেলগুলোতে মরিচা পড়েছে। ছোট মোকামিয়া ও ইউনিয়ন পরিষদ সন্মূখস্থানের সেতুর পাশের লোহার এঙ্গেলগুলো ভেঙে গেছে। দু পাড়ের জনসাধারণ মালামাল নিতে পারছে না। ভারি কোন যানবাহন চলাচল করছে না। সাধারণ রিক্সা ও অটো রিক্সা চলাচল করলেও ঝুঁকি পারাপার করতে হচ্ছে।মোকামিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা বাবুল মৃধা বলেন, ‘ এ এলাকার মানুষের গুরুত্বপূর্ন সেতুগুলো দ্রুত পুনসংস্কার করা দরকার।’স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহমেদ মুঠোফোনে বলেন, ‘ এ সেতু তিনটি খুবই নড়বড়ে। ইতোমধ্যে এগুলো পূর্ননির্মানের তালিকা প্রেরণ করা হয়েছে।’ এ বিষয় উপজেলা প্রকৌশলী শিপল কর্মকার বলেন,‘ উপজেলা এ ধরণের একাধিক সেতুর নকশাঁ ও ডিজাইন সম্বলিত অর্থ বরাদ্দের তালিকা প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলে পূর্ননির্মান করা হবে।’