বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ

গলাচিপায় আমি বাচতে চাই

গলাচিপায় আমি বাচতে চাই
গলাচিপায় আমি বাচতে চাই

গলাচিপা :

আমি বাচতে চাই। দয়া করে আমাকে বাঁচান। সামনে যাকেই দেখছে তার কাছে এভাবেই আকুতি করছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৬ বছর বয়সি ইউসুফ মোল্লা।সে গলাচিপা উপজেলার রত নদী তালতলী ইউনিয়নের গ্রামদ্দন গ্রামের মোঃফারুক মোল্লার ছেলে। স্থানীয় ৫৩ নংপূর্ব উলানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর পড়ুয়া ছাত্র। ৪ সন্তানের মধ্যে ইউসুফ সকলের ছোট।সেপ্টেম্বরের প্রথমদিকে ইউসুফকে গলাচিপা হাসপাতালে রক্ত দিতে দেখা গেছে। ইউসুফের মা মোসাঃপারভিন বেগম জানান, আমার ইউসুফ ৮মাস বয়স থেকে এ রোগে আক্রান্ত আমি ইউসুফকে গলাচিপা থেকে পটুয়াখালী,বরিশাল ও ঢাকায় চিকিৎসা করিয়েছি। টাকার অভাবে ইউসুফের উন্নত চিকিৎসা হচ্ছে না। প্রতিমাসে আমার ইউসুফ কে রক্ত দিতে হচ্ছে। এপর্যন্ত আমার ইউসুফের চিকিৎসার জন্য প্রায় দশ লক্ষ টাকার সম্পদ বিক্রি করে ইউসুফের চিকিৎসা করিয়াছি। ইউসুফের বাবা ফারুক মোল্লা বলেন, চার সন্তানের মধ্যে আমার ইউসুফ এক মাত্রপুত্র ও ছোটসন্তান। সব সময় হাসি মুখে চলা ফেরা করতো। ইউসুফ কারো সাথে কোন সময় ঝগড়া বিবাদ করতনা। আল্লাহ্ কেন যে ওকে এত বড় অসুখ দিল ইউসুফ আগের মত এখন আর হাঁসি খুসি চলাফেরা করেনা। ঠিকমত খাওয়া দাওয়া করতেপারেনা। আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। আবার হাঁসি খুসি ভাবে সবার মাঝে ঘুরে বেড়াবে আমি সেটা দেখতে চাই। তিনি আরও বলেন, পরীক্ষা নিরিক্ষার পর হাসপাতাল থেকে বলেছে যত তাড়াতাড়ি ইউসুফের উন্নতচিকিৎসা করা যাবে ততই ভালো। পরিবারের দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা, জাতীয়সংসদ সদস্য পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি এস এম শাহজাদা,পটুয়াখালী জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এর সদয় কামনা করেন।এ বিষয়ে রত নদী তালতলী ইউনিয়নপরিষদ চেয়ারম্যানও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তফা খান বলেন, আসলেই পরিবারটি অসহায় ও গরীব। জমিজমা বিক্রি করে ছেলেটাকে এপর্যন্ত এনেছে এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে রয়েছে। সরকারিভাবে আর্থিক সহযোগীতা পেলে অসুস্থ শিশুটি বাঁচান সম্ভব। এ বিষয়ে স্থানীয় সমাজসেবক ও শিক্ষক মোঃহুমায়ন কবির বলেন, ফারুক মোল্লা মানবেতর জীবন যাপন করছে তিনটি কন্যা সন্তান তার পরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত একটি পুত্রসন্তান। বাবার জমিজমা বিক্রি করে ইউসুফের চিকিৎসা করিয়াছেন। এখন টাকার অভাবে ফারুক ধুকে ধুকে কাদছেন।ইউসুফ মোল্লার সাহায্য পাঠানোর ঠিকানা রত নদী তালতলী ইউনিয়ন ৯ নংওয়ার্ড, রহিমশাহ্ মোল্লাবাড়ি। মোবাইল নম্বর- ০১৭৫০৭১৬২৬২ । ০১৭২৪১৪০৩৩৭

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD